দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/06/20/pm.jpg)
ডিজেলের ব্যবহার কমাতে সেচ ব্যবস্থা পুরোপুরি সোলার প্যানেলে পরিবর্তন করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতেও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ মঙ্গলবার (২০ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা সচিবসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনার কথা উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘সভার একপর্যায়ে প্রধানমন্ত্রী মূল্যস্ফীতির কারণে দেশের মানুষের কষ্ট দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রধানদের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া প্রধানমন্ত্রী সোলার প্যানেল স্থাপনের ওপর জোর দিয়েছেন। সোলার যেখানে করা হয় সেই জায়গাটা লম্বায় বাড়িয়ে দিয়ে নিচে সবজি করা যায় কি না সে বিষয়ে কৃষিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। বেসরকারিভাবে সোলারের ক্ষেত্রে সার্বিক সহযোগিতার কথা বলেছেন, যাতে মানুষ সোলারে এগিয়ে আসে।’