রেজা-নুরের বিরুদ্ধে তদন্ত কমিটি হবে : হাসান আল মামুন

Looks like you've blocked notifications!
ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুর

গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া এবং সদস্য নুরুল হক নুরের ‘বিতর্কিত’ কর্মকাণ্ড নিয়ে ‘তদন্ত কমিটি’ গঠন করা হবে। আজ মঙ্গলবার (২০ জুন) দলটির অন্যতম নেতা হাসান আল মামুন  এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।

জানতে চাইলে হাসান আল মামুন বলেন, ‘কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। তখন আমি দায়িত্বে ছিলাম। আমাদের রাশেদ ছিলেন। আমরা পরবর্তীতে তারুণ্য নির্ভর দল (গণ অধিকার পরিষদ) গড়ে তুলি।  আজকে আহ্বায়ক সদস্য সচিবকে বহিষ্কার করে, সদস্য সচিব আহ্বায়ককে বহিষ্কার করে। আসলে যা হচ্ছে এভাবে চলতে পারে না।’

মামুন বলেন, ‘রেজা কিবরিয়া ইনসাফ কায়েম কমিটির মিটিং প্রকাশ্যে যাচ্ছেন। এ ছাড়া গত মিটিংয়ের সাত মাস পর নুর স্বীকার করেছেন তিনি মোসাদের সঙ্গে মিটিং করেছেন।’ 

এমন পরিস্থিতিতে দল কোন পথে যাচ্ছে—এমন প্রশ্ন মামুন বলেন, ‘আমাদের ১২১ সদস্যের কমিটি আছে। আমরা খুব শিগগিরই একটা তদন্ত কমিটি গঠন করব। একটি নিরপেক্ষ তদন্তে মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেব আমরা।’

তদন্ত কমিটিতে কারা থাকবেন এমন প্রশ্নে মামুন বলেন, ‘একদিকে রাশেদকে আহ্বায়ক করা হয়েছে। আবার আমাকে সদস্য সচিব করা হয়েছে। আমাদের নামে তো কেউ অভিযোগ তুলতে পারেনি। তাদের (রেজা-নূর) বাইরে রেখেই তদন্ত কমিটি গঠন করা হবে।’