সাতক্ষীরা পৌর মেয়রের দায়িত্ব বুঝে পেলেন চিশতী

Looks like you've blocked notifications!
সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতীর কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। ছবি : এনটিভি

সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতীর কাছে সব দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। আজ মঙ্গলবার (২১ জুন) দুপুর আড়াইটায় পৌরসভার ১৩ জন ওয়ার্ড কাউন্সিলর ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে দায়িত্ব বুঝে পান মেয়র চিশতী।

দায়িত্ব বুঝে নেওয়ার সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নাজিমুদ্দিন, সচিব লিয়াকত আলী, হেড ক্লার্ক প্রশান্ত কুমার ব্যানার্জি প্রমুখ।

এর আগে আজ বেলা ১১টায় মেয়র চিশতী পৌরসভায় এসে দীর্ঘসময় অপেক্ষা করলেও তাঁকে কোনো দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। এরপর দুপুর আড়াইটায় দায়িত্ব হস্তান্তর করা হবে বলে তাঁকে জানানো হয়। দায়িত্ব হস্তান্তরের সময় নিয়মমাফিক ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর কথা থাকলেও পৌরসভার কোনো জনপ্রতিনিধি তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাননি।

এ সময় গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে মেয়র চিশতী বলেন, তিন ঘণ্টা বসিয়ে রেখে অসহযোগিতা করেছে। কোনো নিয়ম তারা অনুসরণ করেনি। হাইকোর্টের আদেশক্রমে আমি এখানে পুনর্বহাল থাকব, দায়িত্ব হস্তান্তর করার কোনো নিয়ম নেই। তবে সব কিছু আমি বুঝে নিয়েছি।

পৌরসভার সিইও মো. নাজিমুদ্দিন জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী দায়িত্ব হস্তান্তর করার কথা। কিন্তু মেয়র চিশতী দায়িত্ব বুঝে নিয়েছেন। বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হবে।

এ ব্যাপারে প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসান জানান, মন্ত্রণালয়ের নির্দেশে তিনি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করছিলেন। সেই দায়িত্ব মেয়র চিশতীকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পৌর বিএনপির সদস্য সচিব পৌর মেয়র চিশতী ২০২২ সালের ২৪ জানুয়ারি নাশকতার মামলায় কারাগারে যান এবং সেই কারণে ৬ ফেব্রুয়ারি তাঁকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সাময়িক বরখাস্ত করে। একইসাথে প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব বুঝে নিতে বলা হয়। ৯ ফেব্রুয়ারি চিশতী জামিনে মুক্ত হওয়ার পর ১৪ ফেব্রুয়ারি বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ এক আদেশে চিশতীর বরখাস্তের আদেশ স্থগিত করেন। এরপর ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মেয়র চিশতী পৌরসভায় প্রবেশ করে দায়িত্ব বুঝে নিতে গেলে তাঁকে বাধা দিয়ে লাঞ্ছিত করেন ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানসহ বেশ কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলররা। তখন তিনি নিজ পদে বহাল হতে পারেননি। এরপর গত ১৯ জুন (সোমবার) এক স্মারকপত্রে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতীর কাছে সব ক্ষমতা বুঝিয়ে দিতে নির্দেশ দেন হাইকোর্ট।