হিলি সীমান্ত পরিদর্শনে বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক
দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অতিরিক্ত মহাপরিচালক সোনালি মিশরা। আজ শুক্রবার (২৩ জুন) সকাল ১০টার দিকে বিএসএফের কলকাতা ইস্টার্ন কমান্ডের অতিরিক্ত মহাপরিচালক সোনালি মিশরা হিলি সীমান্ত পরিদর্শন করেন। পরে তিনি চেকপোস্টে আসেন।
আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ‘সকালে বিএসএফের কলকাতা ইস্টার্ন কমান্ডের অতিরিক্ত মহাপরিচালক সোনালি মিশরা হিলি সীমান্ত পরিদর্শন করেন। এ সময় বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর ও জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে বিজিবির আমন্ত্রণে সোনালি মিশরা চেকপোস্টের বাংলাদেশ অংশে বিজিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে এই দুই বাহিনীর কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। পরে দুই বাহিনীর পক্ষ থেকে উপহারের ক্রেস্ট ও মিষ্টি বিনিময় করা হয়।