খন্দকার মোশাররফকে চিকিৎসার জন্য নেওয়া হবে সিঙ্গাপুর

Looks like you've blocked notifications!
ড. খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি

এক সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে বাসায় নিয়ে আসা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। আজ শনিবার (২৪ জুন) খন্দকার মোশাররফ হোসেনের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেনের বরাত দিয়ে দলের চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এনটিভি অনলাইনকে এ কথা জানান।

খন্দকার মোশাররফ জানান, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত আট দিন ভর্তি ছিলেন খন্দকার মোশাররফ হোসেন।  আজ হাসপাতাল থেকে আজ তাকে বাসায় নিয়ে আসা হয়। তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত ১৭ জুন হঠাৎ বুকে ব্যথা উঠলে ড. খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়।