বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কার মতো হবে না : পরিকল্পনামন্ত্রী

Looks like you've blocked notifications!
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ফাইল ছবি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পড়বে না এবং সেটি হওয়ার কোনো আশঙ্কাও নেই, বরং দেশের অবস্থা ইউরোপ, জাপান ও চীনের মতো হবে। গতকাল রোববার (২৫ জুন) সুনামগঞ্জ জেলার কিছু অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণের পর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ভয় নেই, বাংলাদেশ এখন ইউরোপ, জাপান ও চীনের মতো দেশ হবে। গত এক বছর ধরে একটি বিশেষ মহল নানাভাবে জনগণকে উসকে দিচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না।’

দেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘একজন ব্যক্তির কথায় দেশ বিচ্ছিন্ন হবে না। কারণ, জাতিসংঘেরও ধারণা নেই বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে রিজভী জানবে কীভাবে?’

আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়ে এম এ মান্নান বলেন, ‘আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে। অতীতে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং আমাদের দল কোনো দলকে নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার সাহস করবেন না। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি, সহিংসতা ও অগ্নিসংযোগের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘এর পেছনে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে। এখন থেকে কেউ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানোর চেষ্টা করলে আমরা ব্যবস্থা নেব।’

এ সময় মন্ত্রী সুনামগঞ্জের ৪১৭ জন অসহায় মানুষকে এক হাজার ২৭০ টাকা করে বিতরণ করেন।