রাজধানীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

Looks like you've blocked notifications!
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফাইল ছবি

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় রনজিৎ কুমার সরকার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ সোমবার (২৬ জুন) বিকেল তিনটার দিকে খিলগাঁওয়ের বাগিচা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে চারটার দিকে মৃত ঘোষণা করেন।

গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) তৌহিদুল ইসলাম নিহত রনজিৎ কুমারকে হাসপাতালে নিয়ে আসেন। তিনি সে সময় পথচারী  হিসাবে সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি বলেন, ‘আমার বাসা ওই এলাকায়। বিকেলে বাসা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম। এমন সময় কমলাপুর থেকে ছেড়ে আস একটি ট্রেনের ধাক্কায় ওই লোকটি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।