ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Looks like you've blocked notifications!
সডক দুর্ঘটনার প্রতীকী ছবি

ঝিনাইদহে পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রীসহ দুজন। আহত হন আরও অন্তত চারজন।  অপর দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় লক্ষ্মী রানী দাস নামে এক নারী নিহত হন। এ সময় আহত হন আরও তিনজন।

আজ সোমবার (২৬ জুন) রাত কালীগঞ্জে যশোর-ঝিনাইদহ সড়কে এবং ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার গাড়াগঞ্জে অপর দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুজন হলেন কালীগঞ্জ উপজেলার ঠিকডাংগা গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক কালাম (৩৮) ও সাতগাছিয়া গ্রামের শরিফা বেগম (৩৫)। আহতদের যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের পা বিছিন্ন হয়ে গেছে।

কালীগঞ্জ বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম ও স্থানীয় বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ খবর নিশ্চিত করেছেন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, রাত ৮টার দিকে কালীগঞ্জের বারোবাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে কালীগঞ্জ যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রী ও চালক নিহত হন। আহত হন আরও চার জন। আহতদের যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার গাড়াগঞ্জ নামক স্থানের তেল পাম্প এলাকায় ট্রাকের ধাক্কায় লক্ষ্মী রানী দাস (৫১) নামে এক নারী নিহত হন। এ সময় আরও তিন নারীসহ ভ্যানচালক গুরুতর আহত হন।