ঈদে আখাউড়া স্থলবন্দরে ৬ দিন বন্ধ আমদানি-রপ্তানি

Looks like you've blocked notifications!
ঈদে ছুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর জনশূন্য। ছবি : এনটিভি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বৃহৎ রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে টানা ছয় দিনের ছুটি থাকবে। আজ মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকে আগামী রোববার (২ জুলাই) পর্যন্ত বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন যৌথভাবে এ ছুটি ঘোষণা করে। তবে, ছুটি চলার সময় স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে পাঁচ দিন ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ মিলিয়ে ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ৩ জুলাই থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে দেড় লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি হয় উত্তর-পূর্ব ভারতে। রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে হিমায়িত মাছ, প্লাস্টিক, রড, সিমেন্ট, ভোজ্য তেল, তুলা ও বিভিন্ন খাদ্যসামগ্রী।