বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচ জামাত অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ বৃহস্পতিবার সকালে ঈদুল আজহার পাঁচটি জামাত অুনষ্ঠিত হয়। ছবি : ফোকাস বাংলা

দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করে মোনাজাতের মাধ্যমে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জুন) সকাল বায়তুল মোকাররমে প্রথম জামাত সকাল ৭টায় শুরু হয়। পরবর্তীতে এক ঘণ্টা বিরতিতে আরও চারটি ঈদ জামাত অুনষ্ঠিত হয়।

সর্বশেষ ১০টা ৪৫ মিনিটের দিকে পঞ্চম জামাত শুরু হয়। নামাজ আদায়ের পর শুরু হয় ঈদের বিশেষ খুতবা। খুতবা ও মোনাজাত শেষ হয় বেলা সোয়া ১১টার পর।

সর্বশেষ জামাতে ইমামের দায়িত্ব পালন করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। মুকাব্বির ছিলেন খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম।

মোনাজাতে বিশ্বের মুসলিমদের শান্তি কামনার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য, মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করে তাদের জন্যও আল্লাহর কাছে দোয়া করা হয়।

এর আগে বৃষ্টি উপেক্ষা করে নামাজ আদায়ের জন্য ঢাকার বিভিন্ন এলাকা থেকে জায়নামাজ হাতে জাতীয় মসজিদে ভিড় করেন মুসল্লিরা। তাদের অনেকের হাতে ছাতাও দেখা যায়। ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।