রাজধানীতে ঈদের খুশিতে বৃষ্টির হানা, পশু জবাইয়ে সমস্যা  

Looks like you've blocked notifications!
ঈদের দিনে বৃষ্টির হানা, রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের চিত্র। ছবি : ফোকাস বাংলা

মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারা দেশে উদযাপন করছে। তবে এদিন সকাল থেকেই ঈদের খুশিতে বাগড়া দিয়েছে বৃষ্টি। আজ বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের ভোরবেলা থেকেই রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর ফলে ঈদের খুশি ও পশু কোরবানিতে ব্যাপক প্রভাব পড়েছে।

রাজধানীর যাত্রাবাড়ি, ডেমরা, ধানমণ্ডি, মোহাম্মদপুর, তেজগাঁও, মগবাজার, শাহবাগ, বনানী ও মহাখালী এলাকায় ব্যাপক বৃষ্টি হয়েছে। এছাড়াও রাজধানীর প্রায় সব এলাকাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পড়ছে। কিছু কিছু রাস্তায় হাঁটু সমান পানিও দেখা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর গলিতে গলিতে রাস্তায় বৃষ্টিতে ভিজে পশু জবাই করা হচ্ছে। এতে করে কিছুটা সমস্যা তৈরী হচ্ছে। কোথাও কোথাও হাঁটু পরিমাণ পানি জমে যাওয়ায় পাশের এলাকায় গিয়ে গরু জবাই করছে।  

এ বিষয়ে যাত্রাবাড়ির বাসিন্দা শফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ফজরের নামাজের পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আমার এলাকার অধিকাংশ মসজিদে ঈদের জামাত সকাল ৭টা শুরু হয়েছে। এ সময় প্রচুর বৃষ্টি থাকায় নামাজ ও কাজ কর্ম কিছুটা বিঘ্নিত হয়েছে।

ডেমরা এলাকার লুৎফুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, মসজিদে নামাজ শেষে প্রচুর বৃষ্টি শুরু হয়। গরু জবাই করার সময়ে বৃষ্টিতে ভিজে কাজ করতে হচ্ছে। তবে আল্লাহর রহমত গরু কাটায় একটু সমস্যা হলেও আবর্জনা মুছে যাবে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ঢাকায় আকাশ মেঘলা থাকলেও ঈদের দিন বৃহস্পতিবার দুপুরের পর ফাঁকে ফাঁকে রোদ উঠতে পারে। সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম। এছাড়া অন্যত্র বৃষ্টির সম্ভাবনা আছে। ঢাকায় সকালেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, ঢাকাসহ ও দেশের মধ্যাঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি। বরিশাল ও চট্টগ্রামসহ বাংলাদেশের দক্ষিণপূর্ব এলাকায় তা পরিমাণে কম।