পশু কোরবানি করতে গিয়ে আহত হয়ে ঢামেক হাসপাতালে ৬০ জন

Looks like you've blocked notifications!
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে অন্তত ৬০ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। আজ বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ৬০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে গরু কাটাকাটি করতে ও পশুর লাথি-গুতায় আহত হয়েছেন অনেকে। 

এরমধ্যে, গরুর শিংয়ের আঘাত পেয়ে আহত হয়েছেন কেরাণীগঞ্জের শিমুল। আহতাবস্থায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছে পরিবারের সদস্যরা। গরুর আক্রমণে শিমুল কোমরে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানায় তার পরিবার। সকালে কোরবানির পশু জবাই করতে গিয়ে এ ঘটনা ঘটেছে। 

এছাড়া, কোরবানির পশু জবাই করতে গিয়ে কারও কারও আঙুলও কাটা পড়েছে বলে খবর পাওয়া গেছে। 

এ বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন বলেন, ‘সকাল থেকে চিকিৎসা নেওয়া রোগীদের কেউ গরুর শিংয়ে আঘাত পেয়েছেন, কেউ ছুড়ি চালাতে গিয়ে আঙুল কেটে ফেলেছেন। এ রকম কেসই বেশি। দুই-একজন অবজারভেশনে আছেন। তবে তেমন গুরুতর কেউ নেই আপাতত।’

এদিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) যা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত, সেখানে সকাল থেকে শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা। এসব রোগীদের কারও হাড় ভেঙেছে, কারও আঙুল কাটা পড়েছে। এছাড়া কোরবানির গরুর মাংস কাটতে গিয়ে হাতের রগ কেটে ফেলার ঘটনাও ঘটেছে।