ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে বৃষ্টি

Looks like you've blocked notifications!
ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় রাজধানীর ধোলাইপাড়ের চিত্র। ছবি : ফোকাস বাংলা

ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীতে বৃষ্টিপাত হচ্ছে। তবে সকাল থেকে রোদের দেখা মিললেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আজ শুক্রবার (৩০ জুন) সকালেও অনেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিয়েছেন। গতকাল ঈদুল আজহার দিনেও রাজধানীতে ভোর থেকে বৃষ্টি হয়েছিল। তাই অনেকে আজ আবহাওয়া ভালো থাকবে মনে করে কোরবানি দেন।  

আজ শুক্রবার (৩০ জুন) সকালে বৃষ্টি না হলেও বিকেল ৩টা থেকে রাজধানীতে এই বৃষ্টিপাত শুরু হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো বৃষ্টিপাত চলছে।  

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরপূর্ব মধ্য প্রদেশ ও আশেপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ শুক্রবার (৩০ জুন) সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে ১৩৮ মিলিমিটার। এছাড়া নিকলীতে ১০৯,  মোংলায় ৯৮, ভোলায় ৬২, ঈশ্বরদীতে ৫৮, খেপুপাড়ায় ৫১, তেঁতুলিয়ায় ৫০, দিনাজপুরে ৪৭, শ্রীমঙ্গলে ৪৫, নেত্রকোনায় ৩৯, তাড়াশে ৩৮, ঢাকায় ৩৬, সিলেটে ৩৫, পটুয়াখালীতে ৩২, মাদারীপুরে ৩১, মাইজদী কোর্ট ও রাঙামাটিতে ২৯, চাঁদপুর ২৬, চুয়াডাঙ্গায় ২২, হাতিয়া ও খুলনায় ২০, টাঙ্গাইল ১৮, ফরিদপুর ১৭, ময়মনসিংহ ও বরিশালে ১৪, গোপালগঞ্জ ১৩, এবং ডিমলা ও সাতক্ষীরা ১১, কুমিল্লা ১০, রংপুরে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর বাইরে রাজশাহীতে সামান্য বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে আরও বলেছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।