হলি আর্টিজানে হামলার সাত বছর আজ 

Looks like you've blocked notifications!
২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজানে জঙ্গি হামলার পর উদ্ধার অভিযান চালায় সেনা কমান্ডো। এনটিভির ফাইল ছবি

সাত বছর আগে এই দিনে ঢাকার গুলশান এলাকায় হলি আর্টিজান ক্যাফেতে হামলা চালায় জঙ্গিরা। এ ঘটনায় নিহতদের বেশির ভাগ ছিল জাপান ও ইতালির নাগরিক। আজ শনিবার (১ জুলাই) তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে।  

২০১৬ সালের এই দিনে ক্যাফেটি ১২ ঘণ্টা অবরুদ্ধ করে কিছু লোককে জিম্মি করে রেখেছিল জঙ্গিরা। একপর্যায়ে তাদের হাতে নিহত হন ১৭ জন বিদেশি ও দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন। দেশের সবচেয়ে ভয়াবহ এই জঙ্গি হামলায় অন্তত ৫০ জন গুরুতর আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ৯ জন ইতালিয়ান, সাতজন জাপানি, একজন ভারতীয়, একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ও দুজন বাংলাদেশি ছিলেন।

২০১৬ সালের ১ জুলাই রাতের এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী। কিন্তু, সরকার দৃঢ়ভাবে দেশে সংগঠনটির উপস্থিতি অস্বীকার করেছে। ভয়াবহ এই হামলার পর জঙ্গিদের কঠোর জবাব দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে এ ঘটনার মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর একটি বিশেষ সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল হামলায় জড়িত থাকার জন্য সাতজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে খালাস দেন।