দিনাজপুরে দুই পিকআপভ্যানের সংঘর্ষে নারী নিহত

Looks like you've blocked notifications!
দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া মোড়ে আজ শনিবার ভোরে দুর্ঘটনা ঘটে। ছবি : এনটিভি

দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে রহিমা বেগম (৩৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।

আজ শনিবার (১ জুলাই) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম দিনাজপুর জেলার কাহারোল উপজেলার পাহাড়পুর এলাকার আব্দুল খালেকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যান কাহারোল যাওয়ার পথে উপজেলার ডাঙ্গাপাড়ায় বাঁক ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি আমবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এ ঘটনায় পিকআপের যাত্রী রহিমা বেগম (৩৬) নিহত হয় এবং একই পরিবারের তিনজন আহত হয়। একই সময় সংঘর্ষ লাগা পিকআপ দুটির পাশ দিয়ে যাওয়ার সময় আরও পাঁচটি পিকআপ, একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকসহ সাতটি যানবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপারসহ আরও কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। 

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, ‘এলাকাবাসী মহাসড়কের ওই জায়গায় গতিরোধক স্থাপনের দাবি জানিয়েছেন। বিষয়টি জেলা প্রশাসনসহ সড়ক ও জনপদের সঙ্গে কথা বলে ব্যবস্থা করা হচ্ছে।’

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে গতিরোধক স্থাপনের দাবি জানায়। এরপর উপজেলা ও জেলা প্রশাসন সড়কে গতিরোধক স্থাপনের আশ্বাস দেওয়ায় এলাকাবাসী সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত রহিমা বেগমের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’