পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে বন্দরে বিদেশি জাহাজ

Looks like you've blocked notifications!
পায়রা বন্দরের আউটারেজে পৌঁছেছে কয়লাবাহী জাহাজ এমভি পাভো ব্রেভ। ছবি : এনটিভি

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে ভিড়েছে এমভি পাভো ব্রেভ নামের আরও একটি জাহাজ। শনিবার (১ জুলাই) মধ্যরাতে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়।

আজ রোববার (২ জুলাই) পানামার পতাকাবাহী জাহাজটি ইনার অ্যাংকোরেজে নিয়ে আসা হয়। এটি তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা দ্বিতীয় জাহাজ। জাহাজটি ইনার অ্যাংকোরেজে পৌছানোর পর পরই লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে।

এর আগে গত ২২ জুন ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি অ্যাথেনা নামের আরও একটি জাহাজ বন্দরে আসে। ওই কয়লা দিয়ে ২৫ জুন তাপবিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যায়। গত ৫ জুন কয়লা সঙ্কটে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অপারেশন্স) শাহ আব্দুল হাসিব জানান, আরও একটি কয়লাবাহী জাহাজ জেটিতে আসছে। কয়লা খালাস করে এ মাসের প্রথম সপ্তাহের মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালুর চেষ্টা অব্যাহত আছে।