সুনামগঞ্জে নৌকা ডুবে তিন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

Looks like you've blocked notifications!
সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে আজ রোববার নৌকা ডুবিতে তিন ভাই-বোনের মৃত্যু হয়। ছবি : এনটিভি

সুনামগঞ্জের সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো, মাঝ বাড়ির সোহেল মিয়ার মেয়ে ফারজানা (১৩) ও মারজানা (৮) এবং ছেলে রবিন (৪)। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায়  এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের বৃষ্টিতে বাড়ির আঙ্গিনায় পানি চলে আসায় সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের সোহেল মিয়ার তিন ছেলে-মেয়ে  ভয় পেয়ে পাশের বাড়িতে চলে যাওয়ার সময় ডিঙ্গি নৌকা ডুবে যায়। নৌকা ডুবে তিন ভাই-বোন নিখোঁজ হয়। মা বাবা কাজে অন্যত্র থাকায়  প্রতিবেশীরা  খোঁজাখুঁজি করে একজনের মরদেহ উদ্ধার করে। পরে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বাকি দুজনের মরদেহ উদ্ধার করন।

এ ব্যাপারে লক্ষ্মণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে সোহেল মিয়ার বাড়ির আঙ্গিনায় পানি চলে আসলে তিন ভাই-বোন ভয় পেয়ে পাশের বাড়িতে চলে যাওয়ার সময় নৌকা ডুবে তাদের মৃত্যু হয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।