জামালপুরে বজ্রাঘাতে দুজনের মৃত্যু

Looks like you've blocked notifications!
জামালপুরে বজ্রাঘাতে নিহত একজনের বাড়িতে ভিড় করছে এলাকাবাসী। ছবি : এনটিভি

জামালপুরে পৃথক স্থানে বজ্রাঘাতে এক পোশাক কারখানার শ্রমিক ও এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ছাড়া দুজন আহত হওয়া ছাড়াও মারা গেছে দুটি গরুও। আজ রোববার (২ জুলাই) বিকেলে পৌর এলাকার বানিয়াবাজার ও হাটচন্দ্রায় এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, বানিয়াবাজার এলাকার মৃত নায়েব আলীর ছেলে পোশাক কারখানার শ্রমিক আব্দুল খালেক (৪২) ও হাটচন্দ্রা এলাকার মৃত ফতু শেখের ছেলে কৃষক মোয়াজ্জল (৫৫)। আহতরা হলেন, দেলোয়ার (৫৫) ও শাহজাহান (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াবাজারে পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে আজ দুপুরে মাছ ধরতে যান খালেক, দেলোয়ার ও শাহজাহান। বিকেলের দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে নদের পানিতে পড়ে মারা যান খালেক। আহত হন দেলোয়ার ও শাহজাহান।

খালেক ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তিনি ঈদের ছুটিতে ঢাকা থেকে জামালপুরের গ্রামের বাড়িতে এসেছিলেন।

এদিকে, হাটচন্দ্রায় ঝিনাই নদীর চরে গরু চরাতে যান কৃষক মোয়াজ্জল। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান মোয়াজ্জল। সঙ্গে তার দুটি গরুও মারা যায়।

এসব তথ্য নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ। পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ঘটনাস্থল থেকে মৃত দুজনকেই উদ্ধার করে তাদের বাড়ি নিয়ে যায় স্থানীয়রা। নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।’