মার্কিন ভিসা নীতি

বাইডেনের নামে তিন প্রবাসী বাংলাদেশির মামলা, যা বললেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন 

Looks like you've blocked notifications!
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ফাইল ছবি এনটিভির

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে তার জন্য দায়ী ব্যক্তি এবং তদের পরিবারের সদস্যদের ভিসা দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি আরোপ করা এই ভিসা নীতি প্রত্যাহার চেয়ে সে দেশের আদালতে মামলা করেছে তিন বাংলাদেশি প্রবাসী। এতে বিবাদী করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিঙ্কেনসহ গোটা পররাষ্ট্র দপ্তরকে। নিজেদের আওয়ামী লীগনেতা হিসেবে পরিচয় দেওয়া ওই মামলার বাদীরা মিডিয়ায় বাহবা পাওয়ার জন্যই এমনটি করেছেন বলে ধারণা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার (৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মামলার বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘এটা নিয়ে আমার কোনো ধারণা নেই। যারা মামলা করেছে, তারা মিডিয়ায় বাহবা পাওয়া জন্য হয়তো এটা করেছেন। এটা করলে বাহবা পাবে, তাদের ধারণা হয়তো এটি। তাদের মূল উদ্দেশ্য কী, আমি জানি না। এটা ওনাদের জিজ্ঞেস করেন।’

এ সময় এক সাংবাদিক বলেন, যারা ভিসানীতির প্রত্যাহার চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে মামলার আবেদন করেছেন তারা আওয়ামী লীগ করেন বলে দাবি করেছেন, এ বিষয়ে আপনার মতামত কী? জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা সত্যি সত্যি কি আওয়ামী লীগ করেন? নাকি নিজে নিজে আওয়ামী লীগ? বহু লোক আগে জামায়াত করত, যারা আগে উল্টা দল করত, তারা এখন নিজেদের আওয়ামী লীগের লোক বলে বেড়ায়।’

এ কে আব্দুল মোমেন বলেন, ‘আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে ছবি তুলে ফেলেছে, ছবি দেখিয়ে বলবে, আমি আওয়ামী লীগ। এগুলো কিছু স্বার্থান্বেষী লোক, সুবিধাবাদী লোক করে। আমাদের সুবিধাবাদী লোকের কোনো অভাব নেই। ঈদের সময়ে আমার সঙ্গে অনেকে ছবি তুলেছেন। এদের সবাই তো আওয়ামী লীগ না। হয়তো এদের অনেকে ছবি তুলে বলবে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার ছবি আছে।’