খুলনায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আলোচনা সভা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে খুলনায় জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির ২০তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাবের শহীদ হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ অনুষ্ঠানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
এনটিভির দর্শক ফোরাম খুলনার আহ্বায়ক হুমায়ুন কবীর বাবুলের সঞ্চালনায় এনটিভি খুলনা বিভাগীয় প্রধান মুহাম্মদ আবু তৈয়ব আলোচনা সভায় সভাপতিত্ব বরেন। এ সময় সংক্ষিপ্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন খুলনা প্রেসক্লাব সভাপতি এসএম নজরুল ইসলাম, স্বাধীনতা সাংবাদিক ফোরাম আহ্বায়ক মকবুল হোসেন মিন্টু, খুলনা সাংবাদিক ইউনিয়ন সভাপতি ফারুখ আহমেদ, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন খুলনার ভাইস প্রেসিডেন্ট শেখ আব্দুল বাকি, জাতীয় পার্টির জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, খুলনা মহানগর বিএনপি সাবেক যুগ্ম অধ্যক্ষ তারিকুল ইসলাম প্রমুখ।
খুলনা সিটি করপোরেশনের তৃতীয় বার মেয়র নির্বাচিত হয়ে তালুকদার আব্দুল খালেক ৩ জুলাই শপথ নেওয়ার পর প্রথমই এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান করেন। বিষয়টি সিটি মেয়র তার শুভেচ্ছা বক্তব্যতে উল্লেখ করে এনটিভির সব কলাকুশলীদের আন্তরিক শুভেচ্ছা জানান। সিটি মেয়র বলেন, ‘এনটিভি জনপ্রিয়তা ধরে রেখেছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে। এনটিভির অগ্রযাত্রা কামনা করি।’
আলোচনা শেষে খুলনার তৃতীয়বারের মতো নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, সব অতিথিদের নিয়ে ৩৫ পাউন্ড ওজনের কেক কাটেন। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও অতিথিদের অপ্যায়ন করা হয় ।
এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন এবং ব্যক্তিগতভাবে অনেকেই এনটিভিকে ফুলেল শুভেচ্ছা জানান।