নানা আয়োজনে পঞ্চগড়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Looks like you've blocked notifications!
পঞ্চগড়ে সোমবার এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : এনটিভি

নানা আয়োজনে পঞ্চগড়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২১ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা, গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (৩ জুলাই) পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়াবুর রহমান, শিক্ষাবিদ ও সমাজসেবক হাসনুর রশিদ বাবু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিএনপিনেতা অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জাসাসনেতা ইউনুস শেখ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী, বাংলাদেশ জাসদ পঞ্চগড় শাখার সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক সাজেদুর রহমান সাজু, উদ্যোক্তা ও তাঁত ব্যবসায়ী আব্দুল মজিদ, গরিণাবাড়ি ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দীপু, প্রবীণ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ প্রমুখ বক্তব্য দেন। 

সভা পরিচালনা করেন দৈনিক কালেরকণ্ঠ ও এখন টিভির প্রতিনিধি মো. লুৎফর রহমান। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অতিথিরা এনটিভির পক্ষ থেকে পঞ্চগড় প্রেসক্লাব চত্বরে একটি বকুল ফুলের চারা রোপণ করেন। পরে দুযোর্গপূর্ণ আবহাওয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রেসক্লাব থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার পঞ্চগড় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।