নাটোরে গৃহবধূ হত্যা মামলায় স্বামী, শাশুড়ি ও ননদের কারাদণ্ড

Looks like you've blocked notifications!

নাটোরের সিংড়ায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামী, শাশুড়ি ও ননদকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

আদালতের বিশেষ পিপি আনিসুর রহমান জানান, আড়াই লাখ টাকা যৌতুকের দাবিতে নাটোরের সিংড়া উপজেলার গুটিয়া গ্রামের গৃহবধূ খাদিজা কবরী লিমাকে নিয়মিত নির্যাতন করে আসছিল শ্বশুড়বাড়ির লোকজন। এরই ধারাবাহিকতায় ২০১১ সালের ২ আক্টোবর লিমাকে হত্যা করে বাড়ির বারান্দায় লাশ ফেলে পালিয়ে যায় সবাই। এ ঘটনায় লিমার বাবা মামলা দায়ের করলে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ শেষে বিচারক স্বামী সানিউল, শাশুড়ি সাবিনা ও ননদ রিভাকে ওই দণ্ডাদেশ প্রদান করেন। অভিযুক্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।