মা-মেয়েকে এসিড নিক্ষেপের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা ও ছয় বছর বয়সী মেয়েকে ঘুমন্ত অবস্থায় সিরিঞ্জ দিয়ে এসিড নিক্ষেপের নৃশংস ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি খোকনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
নারায়ণগঞ্জের আদমজীর প্রধান কার্যালয়ে আজ বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১ এর উপ অধিনায়ক মেজর মুহাম্মদ সাদরিয়া চৌধুরী।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গত ২৩ জুন আড়াইহাজারে ঘুমন্ত মা ও শিশুর ওপর এসিড নিক্ষেপের মতো একটি নৃশংস ঘটনা ঘটে; যা নারায়ণগঞ্জসহ দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলার প্রধান অভিযুক্ত খোকনের এটি তৃতীয় বিয়ে। বিয়ের পর থেকে শিশু মারিয়াকে তার নানির বাড়িতে রেখে আসার জন্য চাপ দেয় মোর্শেদার স্বামী। এতে রাজি না হওয়ায় মোর্শেদার স্বামী তাকে প্রায়ই নির্যাতন করত।
লিখিত বক্তব্যে র্যাব জানায়, আসামি খোকন মোর্শেদাকে মারপিট করে তার মায়ের বাড়িতে পাঠিয়ে দেয়। মায়ের বাড়িতে পাঠিয়ে দেওয়ার পর থেকে মোর্শেদা সন্তান মারিয়াসহ তার মায়ের বাড়িতে বসবাস করত। এতে ক্ষিপ্ত হয়ে গ্রেপ্তারকৃত আসামি খোকন ও তার সঙ্গীয় অজ্ঞাতনামা আরও ৩-৪ জন আসামিকে নিয়ে তার স্ত্রী ও শিশু মারিয়ার উপর মুখমণ্ডল বিকৃত করার হীন উদ্দেশে খোলা জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে।
এসময় তাদের আর্তচিৎকারে মোর্শেদার মাসহ আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে মোর্শেদা জানায়, খোকন ও তার সঙ্গীয় অজ্ঞাতনামা ৩-৪ জন আসামিদের সহায়তায় তাদেরকে এসিড নিক্ষেপ করেছে। ভিকটিম বর্তমানে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় এসিড অপরাধ দমন আইনে আড়াইহাজার থানায় মামলা করা হয়। গতকাল গভীর রাতে কুমিল্লা জেলার তিতাস থানার রায়পুর পুরান বাতাকান্দি এলাকা থেকে আসামি খোকনকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় র্যাব।