মাদারীপুরের সাবেক এসপিসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা

Looks like you've blocked notifications!

মাদারীপুরে সাবেক পুলিশ সুপারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পুলিশের কনস্টেবল নিয়োগবাণিজ্যের অভিযোগে আজ গতকাল (৫ জুলাই) মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন সংস্থাটির প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম। 

আজ বৃহস্পতিবার দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই মামলার আসামিরা হলেন—মাদারীপুরের সাবেক পুলিশ সুপার (এসপি) সুব্রত কুমার হালদার, সাবেক কনস্টেবল নুরুজ্জামান সুমন ও জাহিদুল ইসলাম, মাদারীপুর পুলিশ হাসপাতালের সাবেক মেডিকেল সহকারী পিয়াস বালা এবং হায়দার ফরাজী ও টিএসআই গোলাম রহমান।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৯ সালের ২৮ মে পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে হেড কোয়াটার্স। পরে অসংখ্য নারী-পুরুষ আবেদন করলে ২৬ জুন ২৩ জন নারী ও ৩১ জন পুরুষকে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়। তবে, এর আগেই গত ২০১৯ সালের ২৪ জুন থেকে ২৬ জুন কয়েক ধাপে ৭৩ লাখ ৫০ হাজার টাকা আসামিদের কাছ থেকে গচ্ছিত অবস্থায় উদ্ধার করে পুলিশ হেড কোয়ার্টাসের একটি বিশেষ দল। পরে অনুসন্ধানে পুলিশ হেড কোয়াটার্স জানতে পারে, উদ্ধারকৃত টাকা বিভিন্ন চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে নেওয়া হয়েছে। 

একাধিক বার তদন্তে উঠে আসে ঘটনার সত্যতা। তাৎক্ষণিকভাবে আসামিদের সাময়িক বরখাস্ত ও বিভিন্ন স্থানে সংযুক্তি করে রাখা হয়। এরপর তাদের বিরুদ্ধে দুদককে মামলা নিতে সুপারিশ করে পুলিশ হেড কোয়াটার্স। এরই পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করে দুদক।