বিষধর রাসেল ভাইপার সাপের আতঙ্কে কুষ্টিয়ার নদীপাড়ের মানুষ

Looks like you've blocked notifications!
কুষ্টিয়ায় ধরা পড়া রাসেল ভাইপার সাপ। ছবি : এনটিভি

বিষাক্ত সাপ রাসেল ভাইপারের আতঙ্কে রয়েছে কুষ্টিয়ার পদ্মা ও গড়াই পাড়ের মানুষ। জেলের জালে কিংবা লোকালয়ে মাঝেমধ্যেই দেখা মিলছে এই সাপের। বিশেষজ্ঞরা বলছেন, ভারত থেকে ভেসে আসা পানিতে আসছে এসব বিষাক্ত সাপ। যা বিরল প্রজাতির। নাম রাসেল ভাইপার। এই সাপ ডিম না পেড়ে সরাসরি বাচ্চা দেয়। চিকিৎসকরাও এটিকে অত্যন্ত বিষধর বলে জানিয়েছেন।

অনেকটা অজগরের মতো দেখতে ১০ থেকে ১৫ ফুট লম্বা হয় রাসেল ভাইপার। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এস আই সোহেল বলেন, ‘খুবই বিষাক্ত রাসেল ভাইপার সাপ ডিম পাড়ে না। তারা সরাসরি একবারে ২০ থেকে ৪০টির অধিক বাচ্চা পাড়ে। এজন্য এই সাপের অতিদ্রুত বংশ বিস্তার হচ্ছে।’

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, রাসেল ভাইপার সাপ অত্যন্ত বিষধর। এর কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। যদিও এর প্রতিষেধক রয়েছে। সময়মতো চিকিৎসা নিলে এ থেকে বাঁচা সম্ভব।