আগারগাঁও থেকে বিকেলে পরীক্ষামূলকভাবে মতিঝিল যাবে মেট্রোরেল

Looks like you've blocked notifications!
মেট্রোরেল। ফাইল ছবি

রাজধানীর আগারগাঁও থেকে আজ শুক্রবার (৭ জুলাই) বিকেল ৪টায় মতিঝিল অংশে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলবে। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর উদ্বোধন করবেন। 

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘মন্ত্রী (ওবায়দুল কাদের) শুক্রবার আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করবেন।’

আগারগাঁও-মতিঝিল অংশে পরীক্ষামূলক চলাচল সফল হলে শুরু হবে ট্রায়াল। এরপর অক্টোবর মাস থেকে পুরোদমে যাত্রী নিয়ে চলাচল করবে মেট্রোরেল।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটে ট্রেন চলাচল শুরু হয়। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে।