শোলাকিয়া মাঠে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

Looks like you've blocked notifications!
শোলাকিয়া ঈদগাহ মাঠে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ সদস্য ও গৃহবধূ স্মরণে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে শ্রদ্ধা জানিছে জেলা প্রশাসন, পুলিশসহ বিভিন্ন সংগঠন।

আজ শুক্রবার (৭ জুলাই) দুপুর ১২টায় ঘটনাস্থলে পুস্পস্তবক প্রদান করেন জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ

এ সময় বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সিভিল সার্জন সাইফুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে শোলাকিয়ায় আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, পৌর মেয়র মো. পারভেজ মিয়া ও সিভিল সার্জন সাইফুল ইসলাম। আলোচনা সভা শেষে শহীদ বেদীতে প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ এবং নীরবতা পালন করে। সবশেষে নিহতদের স্মরণে বিশেষ মুনাজাত করা হয়।

২০১৬ সালের আজকের দিনে (৭ জুলাই) ঈদুল ফিতরের জামাত চলাকালে শোলাকিয়া ঈদগাহের কাছে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায় জঙ্গিরা। এ সময় দুই পুলিশ সদস্য ও এক গৃহবধূ নিহত হন। আহত হন পুলিশের আরও নয় সদস্য। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হন।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেছেন, ‘এ ঘটনায় করা মামলায় ২৪ আসামির মধ্যে ১৯ আসামি বিভিন্ন সময় নিহত হয়। বাকি পাঁচ আসামি বিভিন্ন মামলায় দেশের বিভিন্ন কারাগারে আটক রয়েছে। যেহেতু এটি স্পর্শকাতর মামলা, সেহেতু আমরা সেদিকে বিশেষ নজর রাখছি।’