অধিক ভাড়া নেওয়ায় ঈগল পরিবহণকে জরিমানা
নড়াইলে বিভিন্ন বাস কাউন্টারে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ শুক্রবার (৭ জুলাই) দুপুরে এ আদালত পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে ঈগল পরিবহণকে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
অতিরিক্ত যাত্রী পরিবহণ ও ভাড়া আ্দায় বন্ধে এবং ঈদে ঘরে ফেরা মানুষের নির্বিঘ্নে কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে জেলা প্রশাসন এ আদালত পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈগল পরিবহণের কাউন্টারে যাত্রীদের কাছ থেকে নড়াইল টু ঢাকার ভাড়া ৭৫০ টাকা নিতে দেখা যায়। অথচ গত ৩০ জুন পর্যন্ত ঢাকার টিকেটের মূল্য ছিল ৫৫০ টাকা। কাউন্টারের ম্যানেজার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো কারণ জানাতে পারেননি। পরে অধিক ভাড়া আদায়ের অভিযোগে ঈগল পরিবহণকে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং আগামীতে অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য সতর্ক করেন।
গত ৩ জুলাই অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে দেশ ট্রাভেলস পরিবহণকেও আর্থিক জরিমানা করেন জেলা প্রশাসনের এ ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক শিবু দাশ জানান, মহাসড়কে যাত্রী হয়রানি বন্ধ করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।