চিরকুটেই ধরা পড়ল গৃহবধূ পলির হত্যাকারী
গৃহবধূ পলি আক্তারকে হত্যার পাঁচ দিনের মধ্যে ক্লুলেস মামলার আসামি হান্নান মুন্সীকে (৪৪) গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ রোববার (৯ জুলাই) দুপুরে চাঁদপুরে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পিবিআই সুপার মোস্তফা কামাল রাশেদ।
গ্রেপ্তার হওয়া হান্নান মুন্সীর বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দির শ্রীকান্তনি গ্রামে।
পিবিআই জানায়, পলির মরদেহের সঙ্গে থাকা চিরকুটের সূত্রধরে হত্যাকাণ্ডে জড়িত হান্নান মুন্সীকে তাঁর নিজবাড়ি থেকে গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাঁর দেওয়া তথ্যমতে নিহত ওই গৃহবধূর মোবাইল ফোন ও জামাকাপড় উদ্ধার করা হয়। তাঁরা দুজন পরকীয়ায় জতিড় ছিলেন। তবে হান্নান মুন্সী তাঁর চাচাতো ভাইদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ থাকায় পলিকে হত্যা করেন। পরে চাচাতো ভাইদের আসামি করতে এই পরিকল্পনা করেন। যা চিরকুটে লেখার সঙ্গে প্রমাণ হয়।
গত ৫ জুলাই মতলব উত্তরের বাগানবাড়ি সংলগ্ন সালাউদ্দিনের বাড়ির উত্তর পাশ থেকে ২৮ বছর বয়সী পলি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর বাড়ি নোয়াখালী জেলার সুধারামে। এরপর তাঁর বড় ভাই মো. ফরহাদ হোসেন সোহাগ (৩২) বাদী হয়ে একটি মামলা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক মো. শামীম আহাম্মদ, মামলার তদন্তকারী কর্মকর্তা রিয়াদ মঈনুদ্দীনসহ আরও অনেকে।