পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ইইউ নির্বাচন অনুসন্ধানী মিশনের বৈঠক

Looks like you've blocked notifications!
বাসসে প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া ছবি

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন অনুসন্ধানী মিশনের সফররত সদস্যরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। আজ সোমবার (১০ জুলাই) রাজধানীতে তারা এই বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিশনের মহাপরিদর্শক আসাদ আলম সিয়ামসহ অন্যান্য কর্মকর্তারা চেলেরি রিকার্ডোর নেতৃত্বে প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন।
সরকারি সূত্র একথা জানিয়েছে। তবে, আলোচনার বিষয়ে কোনো পক্ষই মন্তব্য করেনি।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি মূল্যায়ন করতে সফররত প্রতিনিধি দলটি রোববার (গতকাল) বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে।