হাওরে তলিয়ে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধারে গিয়ে যুবকের মৃত্যু

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওরে সোমবার ডুবে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওরে ডুবে যাওয়া এক নৌকার যাত্রীদের উদ্ধার করতে গিয়ে পানিতে তলিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুলাই) বিকেলে ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। দুপুরে অষ্টগ্রাম হাওরের ভাতশালা সেতুর নিচে এ ঘটনা ঘটে। নিহত সাবিকুল ইসলাম (২৩) অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বড়াগীরকান্দি গ্রামের আ. রহিমের ছেলে।

কিশোরগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবুজর গিফারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমাদের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে সাকিবুলের মরদেহ উদ্ধার করে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান জানান, সোমবার দুপুরে উপজেলার কাকুরিয়া থেকে একই পরিবারের ৭ জন একটি গরুসহ ছোট ইঞ্জিনচালিত নৌকা দিয়ে বাজিতপুর উপজেলার বোয়ালিয়া গ্রামে আত্মীয় বাড়ির উদ্দেশে রওনা হয়। নৌকাটি ভাতশালা সেতুর নিচে এলে পানির প্রবল স্রোতে যাত্রীসহ উল্টে যায়। ঘটনার সময় নিহত সাবিকুল তার বন্ধুদের সাথে সেতুর উপর দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পানিতে নৌকা ডুবির ঘটনা দেখে ডুবে যাওয়া যাত্রীদের বাঁচাতে বন্ধুদের কাছে মুঠোফোন রেখে সাবিকুল হাওরে নেমে পড়েন। দুটি শিশুকে উদ্ধার করতে পারলেও নিজেই পানিতে তলিয়ে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। নৌকার যাত্রীরা সবাই নিরাপদে পাড়ে উঠে আসেন।