শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে চাঁদপুর পৌরসভার বাজেট ঘোষণা

Looks like you've blocked notifications!
চাঁদপুর পৌরসভার বাজেট অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি : এনটিভি

চাঁদপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ১১৪ কোটি ২৪ লাখ ১৬ হাজার ২১৯ টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ৪২ কোটি ৭০ লাখ এক হাজার ৭৪৮ টাকা। আজ শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তাঁর বাজেট বক্তব্যে বলেন, ‘জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে একটি পরিচয় পেলাম, কাজ করার সুযোগ ও সম্মান পেলাম। আমরা জাতির জন্য কী দিতে পারলাম, কীভাবে এবং কতটা দিতে পারলাম, কোথায় পারলাম না, কেন পারলাম না। এই যে আমাদের দায়বদ্ধতা ও স্বচ্ছতার একটি জায়গা আছে। আজকের এই বাজেট ঘোষণা তার প্রকৃষ্ট উদাহরণ।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘প্রায় ৫০ কোটি টাকার দেনা নিয়ে এই পরিষদের পথ চলা শুরু। চাঁদপুরবাসী মন-প্রাণ দিয়ে এই পরিষদকে দায়িত্ব দিয়েছিল। মেয়র তাঁর পরিষদ নিয়ে কাজ করে চলেছেন। এত দেনা মাথায় নিয়েও তাঁরা হাসি মুখে কাজ করে চলছেন। মাত্র দুই বছর আট মাসে প্রায় ৩২ কোটি টাকার দেনা পরিশোধ করে দিয়েছেন এবং বর্তমানে কোনো দেনা করেননি। এই পরিষদের পক্ষেই সম্ভব হালনাগাদ করে আনা। দেনা পরিশোধ করে পৌরসভার উন্নয়নের কাজও চলছে।’

দীপু মনি বলেন, ‘আমরা উন্নয়ন চাই। তার পাশাপাশি সেবার মানও চাই। একটা সাধারণ মানুষের কৃতজ্ঞতা অনেক বিজ্ঞ সমালোচনাকারীর থেকেও অনেক বেশি পাওয়া। আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে শুনেছি যে ট্যাক্স বাড়ানোর দরকার নেই ট্যাক্স নেট বাড়াও। আর চাঁদপুর পৌরসভা তা করে দেখিয়েছে।’ 

বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।

কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটওয়ারীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজি আব্দুল লতিফ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ। স্বাগত বক্তব্য দেন প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি।

বাজেট অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।