মাদারীপুরে দুই ভ্যানের সংঘর্ষে নারীর পা বিচ্ছিন্ন

Looks like you've blocked notifications!
মাদারীপুরের শিবচরে দুই ভ্যানের সংঘর্ষে পা হারানো নারী। ছবি : এনটিভি

মাদারীপুরের শিবচরে দুই ভ্যানের সংঘর্ষে এক নারী যাত্রীর পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত ওই নারীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, আজ শনিবার (১৫ জুলাই) বেলা ১২টার দিকে মাদারীপুর-শিবচর সড়কের খানকান্দি দাদাভাই উপরশহর সংলগ্ন মাঠের পাশে পাচ্চরমুখী একটি যাত্রীবাহী ভ্যানের সাথে বিপরীতমুখী একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সাফিয়া বেগম (৫০) নামের এক নারীর ডান পায়ের হাঁটুর নিচ থেকে পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা ও অন্য যানবাহনের যাত্রীরা তাঁকে উদ্ধার করে দ্রুত শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। অ্যাম্বুলেন্সে তাঁর বিচ্ছিন্ন পাটিও কাপড়ে মুড়িয়ে পাঠানো হয়েছে। সাফিয়া তাঁর মেয়েকে নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশে ভ্যানযোগে বাড়ি থেকে পাচ্চর বাসস্ট্যান্ডের উদ্দেশে যাচ্ছিলেন। সাফিয়া বেগম শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কুমেরপাড় এলাকার আইয়ুব আলী মোল্লার স্ত্রী। স্থানীয়রা ভ্যান দুটি আটক করলেও চালকরা পালিয়ে গেছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সোলাইমান জানান, ‘ওই নারীকে পা বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেছি। তার অবস্থা আশঙ্কাজনক।’