বাবা-ছেলে হত্যা মামলায় আরও পাঁচ আসামি কারাগারে

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাবা-ছেলে হত্যা মামলায় পাঁচ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি : এনটিভি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে বাবা-ছেলে হত্যা মামলায় আরও পাঁচ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে পাঁচ আসামি আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিন শুনানি শেষে বিচারক ফজলে খোদা মো. নাজির তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে আসামিরা গত ৩০ মে হাইকোর্ট থেকে ছয় সাপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

আসামিরা হলেন উল্লাপাড়া উপজেলার এলংজানী গ্রামের মজনু মোল্লা (৪২), একই গ্রামের ফারুক মোল্লা (৩৮), রফিকুল হাসান (২২), শান্ত হোসেন (২৫) ও সোহেল রানা (৩০)।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৩ এপ্রিল উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামের মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড কৃষকলীগনেতা জামাল উদ্দিন প্রামানিক নিহত হন। এ সময় নিহত জামাল উদ্দিন প্রামানিকের বাবা মসজিদের মোয়াজ্জিন মোশারফ প্রামানিকসহ অন্তত ১০ জন আহত হব। গত ২৮ এপ্রিল বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মোয়াজ্জিন মোশারফ প্রামানিকের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত মোয়াজ্জিন মোশারফ প্রামানিকের ছেলে ও মোহনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবলু হোসেন বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ১৫ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এই মামলায় আজ পাঁচ আসামিকে কারাগারে পাঠালেন আদালত। এর আগে গত ৭ জুন চার আসামি ও ৪ জুলাই ২৩ আসামিকে কারাগারে পাঠান আদালত। এ নিয়ে এই মামলার মোট ৩৫ আসামিকে কারাগারে পাঠালেন আদালত।