খণ্ড খণ্ড মিছিলে শোভাযাত্রার জন্য সমাবেশস্থলে আ.লীগ নেতাকর্মীরা 

Looks like you've blocked notifications!
খণ্ড খণ্ড মিছিল নিয়ে আজ মঙ্গলবার শোভাযাত্রার জন্য রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়কে সমাবেশস্থলে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি : এনটিভি

আর কিছুক্ষণ বাদেই শুরু হবে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় যোগ দিতে হাজারও নেতাকর্মী জমা হয়েছেন রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়কে। হাতে শোভা পাচ্ছে প্লাকার্ড, সেখানে লেখা নানা স্লোগান। রঙবেরঙের ক্যাপ ও টি-শার্টে সেজে জড়ো হয়েছেন অনেকে। বিভিন্ন সংগঠন ও থানা-ওয়ার্ড নেতাকর্মীরা বাদ্যবাজনা ও ঘোড়ার গাড়ি নিয়ে আছেন শোভাযাত্রা শুরুর অপেক্ষায়।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ২টার পর থেকে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের থানা ওয়ার্ড থেকে মূল দলের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন।

দুপুর ২টা থেকে কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি সমির চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে একটি মিছিল আসে শান্তি সমাবেশ স্থলে। আর ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু মিছিল নিয়ে এসে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সামনে এসে জড়ো হয়। যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের নেতৃত্বে একটি মিছিল এসে মৎসভবন এলাকায় জড়ো হয়।

দুপুর ৩টায় মঞ্চে মহানগরের নেতারা সমাবেশ পরবর্তী উন্নয়ন শোভাযাত্রার রোডম্যাপ ঘোষণা করছেন। মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, ‘শান্তি সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রাখবেন। এরপর সমাবেশের সভাপতি আবু আহমেদ মন্নাফি সমাপ্তি ঘোষণার পর প্রধান অতিথি শোভাযাত্রা উদ্বোধন করবেন।’

রিয়াজ বলেন, ‘শান্তি সমাবেশ শেষে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে থেকে শাহবাগ, কাঁটাবন, সাইন্সল্যাব, কলাবাগান হয়ে ধানমণ্ডি বত্রিশে উন্নয়ন শোভাযাত্রা শেষ হবে।’