আন্দোলরত শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রী
জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন করছেন সারা দেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসেও তারা ক্লাসে ফিরে যাচ্ছেন না। সমস্যা সমাধানে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধির সঙ্গে আলোচনা করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বুধবার (১৯ জুলাই) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
সূত্রে জানা গেছে, আজ বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এই বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনা শেষে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী।
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলন আজ নবম দিনে পৌঁছেছে। জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। এতে প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রুটটি ব্যবহারকারীরা।
এর আগে শিক্ষক নেতারা বলেন, আজ নবম দিনের মতো আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত সরকারের দায়িত্বশীল পর্যায়ের কেউ যোগাযোগ করেনি। আজ ৯ দিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলছে। শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে। অবিলম্বে দাবি মেনে নিয়ে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যেতে দিন।
দেশের বিভিন্ন জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে গত সপ্তাহ থেকে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে আন্দোলনে সরব রয়েছেন শিক্ষকরা। সারা দেশ থেকে এসে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী প্রতিদিন এ আন্দোলনে অংশ নিচ্ছেন।