ছয় সহযোগীসহ ডাকাতদলের সর্দার আটক, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
ফরিদপুরে সর্দারসহ ডাকাতদলের ছয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার (১৯ জুলাই) দিনগত রাতে ডাকাতিকালে হাতেনাতে র্যাব তাঁদের আটক করে। এ সময় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, মিনিপিকাপ, মোটরসাইকেল, স্বর্ণালংকারসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করে তা জব্ধ করা হয়
আজ বৃহস্পতিবার রাতে ব্রিফ করে র্যাব ৮ এর (বরিশাল) অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, ফরিদপুরের কোতোয়ালি থানার কানাইপুর এলাকার মোশারফ হোসেনের বাড়িতে একদল ডাকাত ডাকাতি করছে— এমন খবর পেয়ে অভিযানে নামে র্যাব। এ সময় পলায়নকালে ডাকাতদলের সদস্য মো. শহিদুল মোল্লা, মো. হাদী ইকবাল, মো. বেলাত হোসেন, মো. নিশাত মোল্লা, মো. রিপন ফকির ও মোছা. সেলিনা আক্তারকে আটক করা হয়।
অধিনায়ক বলেন, আটক ব্যক্তিদের বাড়ি ফরিদপুর এবং খুলনায়। আটকের সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড কার্তুজ, দেশীয় অস্ত্র, মিনিপিকাপ, মোটরসাইকেল, স্বর্ণালংকার, ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করে র্যাব ৮ (ফরিদপুর ক্যাম্প)।
অধিনায়ক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় খুনসহ ডাকাতি, দস্যুতা ও চুরির একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নিশাত মোল্লার বিরুদ্ধে আটটি মামলা, রিপন ফকিরের নামে তিনটি, শহিদুল মোল্লা নামে দুটি, হাদি ইকবালের বিরুদ্ধে তিনটি ও মোশাররফের নামে ছয়টি মামলা রয়েছে। তারা চেতনানাশক ওষুধ মিশিয়ে ডাকাতি করে ফরিদপুরসহ আশেপাশের জেলাগুলোতে।
আটক ডাকাতদের আজ রাতেই ডাকাতির মামলা ও অস্ত্র আইনে মামলা দিয়ে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে বলেও জানায় র্যাব।