হাসপাতালের লিফটে ঘণ্টাব্যাপী আটকা, ফায়ার সার্ভিস এসে উদ্ধার

Looks like you've blocked notifications!
শেরপুর জেলা হাসপাতালে লিফটে আটকে থাকা  ১৮ জনকে উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : এনটিভি

শেরপুর জেলা হাসপাতালে লিফটে প্রায় এক ঘণ্টা আটকে থাকা বৃদ্ধ ও দুই দিনের শিশুসহ ১৮ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ শুক্রবার (২১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

শেরপুর জেলা হাসপাতালে লিফটের ত্রুটির কারণে প্রায় প্রতিদিনই আরোহীদের আটকে থাকার ঘটনা ঘটছে।

লিফটের ভেতর আটকাপড়া লোকজন তাদের স্বজনদের ঘটনাটি জানালে তারা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে। কিন্তু কর্তৃপক্ষ আটকেপড়াদের উদ্ধারে কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি তারা ফায়ার সার্ভিসকেও ব্যাপারটি জানায়নি। লিফট অপারেটর থাকলেও হাসপাতালের লিফটে তাদের দেখা মেলে খুব কমই। তারা না থাকায় লিফট আরোহীরা আরও অসহায় হয়ে পড়ে।

 এদিকে আটকেপড়া ব্যক্তিদের স্বজনরা ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের উদ্ধারকারী দল এসে আটকেপড়া ব্যক্তিদের উদ্ধার করে। এ সময় দীর্ঘক্ষণ লিফটে আটকে থাকায় প্রচণ্ড গরম ও ভয়ে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক জানান, আটকেপড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে। তবে তাদের কয়েকজন গরমে ও আতঙ্কে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন।

এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায় ডা. জসিম উদ্দিন জানান, লিফটে আরোহীদের আটকেপড়ার খবর তাঁকে কেউ জানায়নি। তাই তাদের উদ্ধারে দেরি হয়েছে।