ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবলীগনেতা নিহত

Looks like you've blocked notifications!
মহেশপুর থানা। ফাইল ছবি এনটিভির

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবলীগনেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার আলামপুর গ্রামে কুলবাগান স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

নিহত যুবলীগনেতা উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের রফিকের ছেলে হানিফ (৪৫)। তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। এ সময় আহত হয়েছেন আরও তিন জন। তাদের পাশের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার রাজবংশী এর সত্যতা নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, এলাকার কৃষক বনাম ব্যবসায়ীদের মধ্যে স্থানীয়ভাবে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। একপর্যায়ে উভয় পক্ষের দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সেসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে নিহত হন হানিফ।

ইউএনও আরও জানান, এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে পাশের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে বলেও দাবি করেন তিনি।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম উদ্দিন ঘটনাস্থল থেকে জানান, খেলা চলাকালীন খেলোয়াড় বদল করা নিয়ে সংঘর্ষের সূত্রপাত।

ওসি আরও জানান নিহত যুবলীগনেতার মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি।

স্থানীয় একাধিক সূত্র থেকে জানা গেছে, ওই এলাকায় চরম উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে মহেশপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগনেতা আব্দুর রশিদ খান জানান, এলাকার মালেক মেম্বার ও নিহত হানিফের নেতৃত্বে স্থানীয়ভাবে কৃষক বনাম ব্যবসায়ীদের নিয়ে ফুটবল খেলার আয়োজন করা হয়। সংঘর্ষে নিহত হানিফ আজমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন বলে জানান তিনি।