বঙ্গবন্ধু সাফারি পার্কে আবারও প্রাণীর মৃত্যু

Looks like you've blocked notifications!
বঙ্গবন্ধু সাফারি পার্কের ফাইল ছবি এনটিভির

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ফের প্রাণীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার একটি ম্যাকাও পাখি ও ১৪ মাস বয়সী ওয়াইল্ডবিস্টের একটি বাচ্চা মারা গেছে। মৃত্যুর বিষয়ে থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করলেও বিষয়টি গণমাধ্যমে গোপন রাখে পার্ক কর্তৃপক্ষ। তবে, জিডির সূত্রে তা গণমাধ্যমে প্রকাশ পায়।  

আজ শনিবার (২২ জুলাই) সাফারি পার্কে প্রাণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. আজমির হোসেন।

থানা ও পার্ক সূত্রে জানা গেছে, সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে থাকা ১৪ মাস বয়সের ওয়াইল্ডবিস্টের একটি বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। পার্কের ব্লু ম্যাকাও কোয়ারেন্টিন শেডের একটি কক্ষে রেখে ওই অসুস্থ বাচ্চাটিকে গোপনে চিকিৎসা দেওয়া হয়। গত ৭ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ওই বাচ্চাটির মৃত্যু হয়।

এ ছাড়া একটি ব্লু ম্যাকাও চিকিৎসাধীন অবস্থায় গত ৮ জুলাই মারা যাওয়ার বিষয় উল্লেখ করে থানায় অপর একটি জিডি করেছে পার্ক কর্তৃপক্ষ।

দর্শণার্থী ও স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলা এবং সুচিকিৎসার অভাবে বিভিন্ন সময়ে পার্কের বিভিন্ন প্রাণী মারা যাচ্ছে। পার্কে কর্মকর্তারা দায় এড়াতে কিছু মৃত্যুর ঘটনায় থানায় গোপনে জিডি করলেও বেশিরভাগ ক্ষেত্রে ঘটনা গোপন রেখে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। ইতোপূর্বেও পার্কে ১১টি জেব্রাসহ বাঘ ও সিংহীর মৃত্যুর ঘটনাও গোপন রেখেছিল পার্কের কর্মকর্তা ও কর্মচারীরা।

বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ‘১৪ মাস বয়সী ওয়াইল্ডবিস্ট শাবকটি তার বাবার লাথির আঘাতে গুরুতর আহত ছিল। আর সংক্রমণজনিত কারণে ম্যাকাওটিও অসুস্থ ছিল। দুটি প্রাণীরই চিকিৎসা চলছিল। তবে, চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুটি প্রাণী।’

প্রাণী মৃত্যুর ঘটনা গোপন রাখার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কোনো কিছুই গোপন করি না। আমরা আমাদের প্রপার চ্যানেলকে তা অবহিত করি। সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করি, গোপন করি না।’