বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Looks like you've blocked notifications!
বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আহত হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ। ছবি : এনটিভি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রী সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার প্রতিবাদে দেড় ঘণ্টা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। আজ রোববার (২৩ জুলাই) দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত ববি ক্যাম্পাসের সামনে এই বিক্ষোভ হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিত করতে ফুটওভার ব্রিজ ও স্পিডব্রেকার নির্মাণসহ দোষী চালকের বিচার দাবি করে। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট দেখা দিলে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে ববি উপাচার্য ড. মো. সাদিকুল আরেফিন দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

শিক্ষার্থী মুস্তাকিম বিল্লাহ বলেন, ‘বহুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সামনে ফুটওভার ব্রিজের দাবি করে এলেও প্রশাসন কোনো কর্ণপাত করছে না। আজ আমাদের এক বোন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী যাতে দুর্ঘটনার কবলে না পড়ে সেজন্য অবিলম্বে ফুটওভার ব্রিজ নির্মাণ করে দেওয়ার দাবি জানাচ্ছি।’ 

শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘ক্যাম্পাসে প্রবেশ করতে গিয়ে যদি কেউ সড়ক দুর্ঘটনায় আহত হন তাহলে আমরা কোথায় নিরাপদ? তাই অবিলম্বে নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবিতে সড়কে নেমেছি।’ 

উল্লেখ্য, আজ দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন শিক্ষার্থী কানিজ ফাতিমা। এ সময় তাঁকে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল আঘাত করে। এই খবরে ববি শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করে। আহত শিক্ষার্থী কানিজ ফাতিমা ববির মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।