ডিএনসিসির পাঁচ হাজার ২৬৯ কোটি টাকার বাজেট ঘোষণা

Looks like you've blocked notifications!

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য পাঁচ হাজার ২৬৯ কোটি ৪৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। এতে আয় হিসেবে রাজস্ব খাত থেকে ধরা হয়েছে এক হাজার ৮৩০ কোটি ৮৮ লাখ টাকা। অন্যান্য খাতে ১৪ কোটি ৭৫ লাখ টাকা, সরকারি অনুদান (উন্নয়ন সহায়তা) ৫৪ কোটি ১২ লাখ। এছাড়া সাহায্য মঞ্জুরি চার কোটি ৫৭ লাখ টাকা পাশাপাশি সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে ধরা হয়েছে দুই হাজার ৩৮৮ কোটি ৪৬ লাখ টাকা।

আজ সোমবার (২৪ জুলাই) দুপুরে গুলশানে ডিএনসিসি নগরভবনে আয়োজিত অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন মেয়র আতিকুল ইসলাম।

আতিকুল ইসলাম জানান, ২০২২-২০২৩ অর্থবছরে ডিএনসিসির বাজেট ছিল পাঁচ হাজার ৪৮ কোটি পাঁচ লাখ টাকা। পরে সংশোধিত বাজেট হয় দুই হাজার ৯৫০ কোটি ৯৮ লাখ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে নতুন অর্থবছরের বাজেট ডিএনসিসির করপোরেশন সভায় অনুমোদন দেওয়া হয়। সভায় ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়।