সরকার চায় প্রতিযোগিতামূলক নির্বাচন : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Looks like you've blocked notifications!
মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বার্ষিক বাজেট পরিকল্পনা কর্মশালা উদ্বোধন করছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। ছবি : এনটিভি

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘আমাদের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নিবন্ধিত সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে সরকার এমনটাই প্রত্যাশা করে। সরকার চায় একটি প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। যাতে জনগণ তাদের স্পষ্ট রায়টা দিতে পারে।’

আজ সোমবার (২৪ জুলাই) দুপুরে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কৈট্টায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বার্ষিক বাজেট পরিকল্পনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর সময়কাল থেকেই বিভিন্ন দেশি-বিদেশি এনজিওগুলো পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকারও তাদের সার্বিক সহযোগিতা করে আসছে।’

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বার্ষিক বাজেট পরিকল্পনা সভায় সংসদ সদস্য বেনজির আহমেদ, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ, এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক শেখ মো. মনিরুজ্জামান, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান মিস রোকেয়া ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামসহ অনে‌কেই উপস্থিত ছিলেন।

সভায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ২০২৩-২৪ অর্থ বছরে চার হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করে।