বিএসএফের নির্যাতনের শিকার দুই বাংলাদেশি

Looks like you've blocked notifications!
ভারতে অনুপ্রবেশ করে বিএসএফের নির্যাতনের শিকার এক বাংলাদেশি। ছবি : এনটিভি

ভারতে অনুপ্রবেশ করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের হাতে দুই বাংলাদেশি নাগরিক নির্যাতনের শিকার হয়েছেন। বিএসএফ আহত অবস্থায় তাঁদের সীমান্তে ছেড়ে দেয়। আজ সোমবার (২৪ জুলাই) মৌলভীবাজারের লাঠিটিলা এলাকা থেকে তাঁদের উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, আজ বেলা আনুমানিক ১১টায় স্থানীয়রা খবর দেয় জুড়ী উপজেলার লাঠিটিলা বিওপির দক্ষিণ কচুরঘোল নামক স্থানে বাংলাদেশি এক নাগরিক ভারত থেকে আহত অবস্থায় প্রবেশ করে। ওই সংবাদের ভিত্তিতে লাঠিটিলা বিওপির একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের হাতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তাঁর নাম জানায় জাহাঙ্গীর আলী (২৪)। তিনি ও হৃদয় (২৩) নামে তাঁর এক বন্ধু গত ২২ জুলাই খাগড়াছড়ি জেলার রামগড় এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। তখন আগরতলা বিএসএফ তাদের আটক করে এবং মারধর করে আহত করে।

জাহাঙ্গীর আলীর বরাত দিয়ে বিজিবি আরও জানায়, পরে তাঁদের দুজনকে গতকাল গভীর রাতে তারেকপুর বিএসএফ ক্যাম্পের টহলদল তারকাটার গেইট খুলে নালাপুঞ্জি নামক স্থান দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। জাহাঙ্গীর আলীর বাড়ি কুড়িগ্রাম জেলার বুরঙ্গমারীর আটঘড়িয়াপাড়ায়। এ সময় তাঁর বন্ধু হৃদয় নদী থেকে উঠতে পারেনি বলে জানান। পরবর্তী সময়ে লাঠিটিলা কোম্পানি কমান্ডার হৃদয়কে আহত অবস্থায় তাল নদ থেকে উদ্ধার করেন।

এ বিষয়ে বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহিবুল ইসলাম খান বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা দেওয়ার পর তাঁদের পুলিশের  কাছে হস্তান্তর করা হবে।