ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, আটক ৫

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকাল থেকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের নুর আলী-আইয়ুব গ্রুপের সঙ্গে মতি-জাফর গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ সকালে তুচ্ছ ঘটনা নিয়ে উভয় পক্ষের লোকদের মধ্যে বাদানুবাদ হয়। এর জেরে নুর আলী-আইয়ুব গ্রুপের লোকজন ও মতি-জাফর গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খোলা মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

আহতরা হলেন মনির, রনি, মাহফুজ, বোরহান, রুবেল, ফারুক ও রামিম। অন্যদের নাম পরিচয় জানা যায়নি। তারা জেলা সদর হাসপাতাল ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় পাঁচ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে।