টাঙ্গাইলে নৌকাডুবিতে শিশুসহ তিনজনের মৃত্যু

Looks like you've blocked notifications!
নৌকা ডুবির প্রতীকী  ছবি। 

টাঙ্গাইলের মির্জাপুরে বরযাত্রীর নৌকা ডুবে বরের বড় ভাই ও এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া গ্রামে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া গ্রামের রিপন চৌধুরী (৪০), তাঁর চাচাতো ভাই কহিনুর মিয়ার মেয়ে স্নেহা আক্তার এবং মির্জাপুর উপজেলার হাড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে আসিফ মিয়া (২০)। নিহত রিপন চৌধুরী বর টুটুল চৌধুরীর বড় ভাই।

স্থানীয়রা জানান, উপজেলার বহুরিয়া ইউনিয়নের মন্দিরাপাড়া গ্রামের টুটুল চৌধুরীর সঙ্গে উপজেলার তরফপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে লিপা আক্তারের বিয়ে ঠিক হয়। আজ বর টুটুল চৌধুরীর সঙ্গে নিহতরা বরযাত্রী হয়ে তরফপুর গ্রামে যান। মেয়ের বাড়িতে দুপুরের খাবারের পর কয়েকজন বরযাত্রী নৌকাযোগে স্থানীয় বিল পাড়ি দিয়ে পাকা সড়কে যাচ্ছিলেন। এ সময় নৌকায় থাকা এক নারী পানিতে সাপ দেখে ভয় পেয়ে চিৎকার-চেচামেচি করতে থাকেন। এতে অন্যরাও ভয়ে চিৎকার করতে থাকলে নৌকা পানিতে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই তিনজন ডুবে যায়। পরে খোঁজাখুঁজির পর স্থানীয়রা তিনজনের মরদেহ উদ্ধার করে।

তরফপুর ইউপি চেয়ারম্যান মো. আজিজ রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনার পর বর ও কনের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. বেলায়েত হোসেনের সঙ্গে কথা হলে তিনি ঘটনা জেনেছেন জানিয়ে বলেন, যেহেতু নিখোঁজ নেই এবং সন্ধ্যা হয়ে গেছে, তাই সেখানে ডুবুরিদল পাঠানো হয়নি।