বরিশালে জামায়াতের বিক্ষোভ মিছিল, আটক ২

Looks like you've blocked notifications!
বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় মহানগর জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল। ছবি : এনটিভি

বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে  জামায়াতে ইসলামী। আজ শুক্রবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এই মিছিল বের করে মহানগর জামায়াতে ইসলামী। এ সময় জামায়াতের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন পিরোজপুরের নেছারাবাদ থানার ভরতকাঠি এলাকারব দরুল হাসান (৪২) ও বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরআইচা গ্রামের মো. শহিদুল ইসলাম (৩৭)। 

মহানগর জামায়াতের আমির জহির উদদীন বাবর বলেন, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার করা সব নেতাকর্মী ও আলেমওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে নগরীতে মিছিল বের করলে পুলিশ দুই জনকে ধরে নিয়ে যায়।

জহির উদদীন বাবর আরও বলেন, মিছিল করা আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু পুলিশের এমন কাজ গণতন্ত্রকে হত্যা করেছে। আটক করা দুজনের মুক্তির দাবিসহ এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, নগরীর নতুন বাজার এলাকায় অনুমতি না নিয়ে জামায়াত মিছিল করে। সেখানে পুলিশ গেলে সবাই পালিয় যায়। এই সময় দুজনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।