শিক্ষার্থীদের জিম্মি করে কেউ যেন ফায়দা লুটার অপচেষ্টা না করে : শিক্ষামন্ত্রী
বিএনপির আন্দোলনের প্রতি ইঙ্গিত করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের জীবন জিম্মি করে কোনো রাজনৈতিক দল যেন ফায়দা লুটার অপচেষ্টা না করে। আজ শনিবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের মধ্যে কল্যাণ ট্রাস্টের অনুদান ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনান কারণে শিক্ষার্থীদের অনেকটাই অসুবিধা হয়েছে। এখন আমরা এসব অসুবিধা কাটিয়ে উঠছি। আর এখন এই সময়ে নভেম্বরের মধ্যে এ বছরের শিক্ষা কার্যক্রম, পাঠ্যসূচি সব শেষ করতে চেষ্টা করছি। আর এই সময়ে দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করলে শিক্ষা কার্যক্রম আবারও ব্যাহত হবে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘রাজনীতির মাঠে রাজনীতি থাকবে, রাজনীতি মানে অরাজকতা-ধ্বংসলীলা নয়। নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে। এতে সব প্রশ্নের মীমাংসা করা সম্ভব।’
আজ ৮২ জন সাংবাদিকের মধ্যে কল্যাণ ট্রাস্টের ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ প্রমুখ।