সাত মামলার আসামি ওয়ার্ড বিএনপিনেতা কারাগারে
ময়মনসিংহের মুক্তাগাছায় সাত মামলার আসামি ওয়ার্ড বিএনপিনেতাকে গ্রেপ্তার করে আদলতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বুধবার (২ আগস্ট) ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাত মামলার আসামি ওই ওয়ার্ড বিএনপিনেতা হলেন জাহাঙ্গীর আলম ওরফে সোহেল (৪৭)। আজ ভোররাত ৪টার দিকে পৌরশহরের হৃদয়ের মোড়ের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার আইন) এবং বিশেষ ক্ষমতা আইনে সাতটি মামলা রয়েছে। যা বিচারাধীন। ছিল গ্রেপ্তারি পরোয়ানাও।
জাহাঙ্গীর আলম মুক্তাগাছা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, বর্তমানে পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানিয়েছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ। আজ বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।