নির্বাচনের নামে ষড়যন্ত্র শুরু হয়েছে : আমু

Looks like you've blocked notifications!
রাজধানীর শাহবাগে ১৪ দলীয় জোটের সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু। ছবি : এনটিভি

চলতি বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুতে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের নামে ইতোমধ্যে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলীয়  জোটের সমন্বয়ক এবং মুখপাত্র আমির হোসেন আমু। 

আজ বুধবার (২ আগস্ট) রাজধানীর শাহবাগে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ১৪ দলীয় জোট আয়োজিত সমাবেশে এ দাবি করেন আমু।

আমির হোসেন আমু বলেন, ‘গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে বিভিন্ন ধুয়া তুলে ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে। আমরা চাই, এ দেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকুক। কোনো ধরনের অসাংবিধানিক ধারা এ দেশে চলবে না।’

১৪ দলের সমন্বয়ক বলেন, ‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে। ছাত্র, যুবক, জনতাসহ সবাই ঐক্যবদ্ধ থেকে যেমন বিগত নির্বাচনগুলোতে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করেছে। একইভাবে আগামী দিনেও সবাই ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে।’

১৪ দলের সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘বিএনপি জনগণের ওপর নির্ভর করে নয়, জিম্মি করে ক্ষমতায় যেতে চায়। তারা নির্ভর করছে, তাদের প্রভু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ওপর। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ইসিতে গিয়ে জবাবদিহিতা চেয়েছেন। কিছু দলকে নিবন্ধন কেন দেওয়া হয়নি, ইসির ক্ষমতা কমে গেছে কি না? এসব বিষয়ে আমি বলতে চাই, যুক্তরাষ্ট্র থাম। তোমরা তোমাদের নির্বাচন সামলাও। আমরা আমাদের নির্বাচন সামলাব।’